কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৫ শতাংশ বাড়তে চলেছে। বুধবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ৷ তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত কর্মীদের জন্য দীপাবলির উপহার ৷ DA বাড়ায় প্রায় ৫০ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন ৷
উল্লেখ্য, বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয় ৷ ১২ শতাংশ DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ নতুন সিদ্ধান্তের জেরে তা একলাফে বেড়ে ১৭ শতাংশ হবে। এজন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ১৬ হাজার কোটি টাকা খরচ হবে।
মন্ত্রী বলেন, সরকার কর্মীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু চাকুরিজীবীরাই নন, ৬২ লাখ পেনশনপ্রাপকদেরও DA বাড়বে ৷
Be the first to comment