অনুপস্থিত AG, ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি

Spread the love

অনুপস্থিত অ্যাডভোকেট জেনেরাল (AG) সহ সরকার পক্ষের আইনজীবী। ফলে বৃহস্পতিবার DA মামলার শুনানি হল না স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (SAT)। চরম হতাশ হয়ে ফিরতে হল DA মামলাকারী কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের। আগামী মঙ্গলবার ফের শুনানির দিন স্থির করলেন SAT-এর বিচারপতিরা। তবে ওই দিনও অ্যাডভোকেট জেনেরাল হাজির থাকবেন কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে কর্মচারীদের মধ্যে।

ট্রাইবুনালে অ্যাডভোকেট জেনেরালের উপস্থিত থাকার কথা ছিল ১৩ জানুয়ারি। কিন্তু তিনি হাজির ছিলেন না। উচ্চ আদালতের একজন অ্যাডভোকেটকে দিয়ে বার্তা পাঠিয়েছিলেন তিনি। SAT-এর বিচারপতি পরবর্তী শুনানির তারিখ হিসেবে দিনটিকে ধার্য করেছিলেন। কিন্তু বৃহস্পতিবারও অ্যাডভোকেট জেনেরাল সহ সরকার পক্ষের প্রতিনিধিরা হাজির ছিলেন না। বিচারপতি ট্রাইবুনালের সরকারি আইনজীবী জি পি বন্দ্যোপাধ্যায়কে তলব করেন। AG না আসার কারণ জানতে চান তিনি।

জি পি বন্দ্যোপাধ্যায় বলেন, দু’দিন হাইকোর্ট বন্ধ ছিল। বৃহস্পতিবার হাইকোর্টে প্রধান বিচারপতির ঘরে AG-র ফিক্সড ম্যাটার ছিল তাই তিনি উপস্থিত হতে পারেননি। এরপর আগামী মঙ্গলবার ফের শুনানির দিন স্থির করলেন SAT-এর বিচারপতিরা। তবে অ্যাডভোকেট জেনেরালের একের পর এক অনুপস্থিত থাকার কারণে শুনানি পিছিয়ে যাওয়াই ক্ষুব্ধ DA মামলার আবেদনকারী সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, AG অনুপস্থিত থাকার কারণে দেরি হচ্ছে মামলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*