DA নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনবে কলকাতা হাই কোর্ট। বুধবার, দুপুর ২টোয় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। মামলাকারী সব কর্মী সংগঠনগুলির আবেদন একসঙ্গ শুনানি হবে। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।
ডিএ নিয়ে ২০ মে হাই কোর্টের -র রায় রাজ্য কার্যকর না করায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তিনটি সরকারি কর্মী সংগঠন- সরকারি কর্মচারী পরিষদ, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন (কনফেডারেশন) এবং ইউনিটি ফোরাম। ২০ অগাস্ট সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেয়নি রাজ্য। মামলাটি শুনানিতে গত সপ্তাহে নবান্ন জানায়, রাজ্যের কোষাগারের যা অবস্থা তাতে আদালতের এই রায় মেনে কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয়। আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় নবান্নের পক্ষ থেকে। তা খারিজ করে দেয় হাই কোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য।
তবে, কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ‘‘রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য যেতেই পারে। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা আদালতের রায় কার্যকর করেনি। ফলে আদালত অবমাননার মামলা করা হয়েছে। এবার হাই কোর্টে অবমাননার মামলাটি শুনানি।’’ বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলাটি চলবে।
Be the first to comment