
রোজদিন ডেস্ক, কলকাতা:- কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল ২ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। এর আগে গত বছর জুলাই মাসে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। সেবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে হয় ৫৩ শতাংশ। এদিন ২ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৫ শতাংশ।
এদিকে ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সরকার। সেই মতো ২৫ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের কর্মীরা বেতনের ৫৫ শতাংশ পাচ্ছেন মহার্ঘ ভাতা হিসেবে। মানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৩৭ শতাংশ বেশি ভাতা পাচ্ছেন।
Be the first to comment