ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মোহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের দ্বৈরথে সরাসরি শামির পক্ষ নিলেন। শুক্রবার মুম্বইয়ে আইপিএল’র গর্ভনিং কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই সৌরভ সরাসরি শামির হয়ে কথা বলেন। এই ইস্যুতে বোর্ডের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরিও শামিকে সমর্থন করেছেন বলে জানা গেছে।
হাসিন জাহান একের পর এক অভিযোগ করেছেন ভারতীয় দলের পেসার মোহম্মদ শামির বিরুদ্ধে। তার পরেই কেন্দ্রীয় আর্থিক চুক্তি থেকে শামিকে বাইরে রাখে বোর্ড। এই বিষয় নিয়েই নাকি আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। সেই প্রতিবেদনের বক্তব্য এমনটাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে যেভাবে শামিকে বোর্ডের চুক্তিবদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। সৌরভের মতে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে শামিকে চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়নি। বোর্ডের দুর্নীতিদমন শাখার রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্তে আসা উচিত ছিল বলেই নাকি মতামত প্রকাশ করেছেন সৌরভ। এই বৈঠকে নাকি সৌরভকে শামি ইস্যুতে আগাগোড়া সমর্থন করে গিয়েছেন অনিরুদ্ধ চৌধুরি।
যদিও সৌরভ পরে সংবাদিকদের জানান, ‘‘ওদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার জানা নেই। এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। মনে হয় না, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে।’’
Be the first to comment