সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির মুখপত্র ‘ডেইলি দেশের কথা’-র দফতর সিল করে দিল প্রশাসন। আদালতের রায়ে বিপাকে রাজ্য সিপিএম। একটি জনস্বার্থ মামলার রায়ে ত্রিপুরা পশ্চিম জেলার আদালত সোমবার জানিয়ে দিয়েছে, আপাতত বন্ধ থাকবে কাগজ প্রকাশ। যতদিন না রেজিস্ট্রেশন অফ নিউজপেপার ফর ইন্ডিয়া (আরএনআই) ছাড়পত্র দিচ্ছে, ততদিন পর্যন্ত ডেইলি দেশের কথা কাগজ ছাপা বন্ধ থাকবে।
জনৈক শ্যামল দেবনাথ গত মে মাসে জনস্বার্থ মামলা করেছিলেন সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে। অভিযোগ ছিল তিনটি। এক, ডেইলি দেশের কথার সংস্করণে যে ঠিকানা রয়েছে আর আরএনআই ওয়েবসাইটে যে ঠিকানা রয়েছে তা এক নয়। দুই, আরএনআই-এর কাছে ডেইলি দেশের কথার সম্পাদকের নাম হিসেবে ছিল সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসের নাম। কিন্তু কাগজে সম্পাদকের নাম লেখা থাকত সমীর পাল। এবং তিন নম্বর অভিযোগ ছিল, আরএনআই-এর খাতায় দলীয় মুখপত্রের মালিকানা রয়েছে সিপিএম ত্রিপুরা রাজ্যকমিটির। কিন্তু সংস্করণে প্রকাশ হতো ডেইলি দেশের কথা সোসাইটির নামে।
এ দিন মামলার রায়ে আদালত জানিয়ে দেয় যে তথ্যের এই তারতম্য সম্পূর্ণ বেআইনি। আগে ডেইলি দেশের কথা কর্তৃপক্ষ সবটা পরিস্কার করবে তারপর বেরোবে কাগজ।
Be the first to comment