কালীপুজো উপলক্ষে রবিবার সকাল থেকেই অগণিত ভক্ত উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে ভিড় করেছেন। রবিবার মা ভবতারিণীর কাছে পুজো নিবেদন করার জন্য ভক্তদের ঢল চোখে পড়ার মতো। সকাল সকাল মায়ের মন্দিরে এসে দর্শনার্থীরা রানী রাসমণি গঙ্গার ঘাটে স্নান করে ডালা হাতে পুজো দিচ্ছেন। কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মন্দির চত্বরে সাদা পোশাকের পুলিশ যেমন রয়েছে, তেমনি মন্দির কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তারক্ষীরাও রয়েছে।
মন্দিরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুনির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। মন্দির কর্তপক্ষ মনে করছে কালীপুজো উপলক্ষে রাতে লক্ষাধিক ভক্তের ঢল নামবে এই মন্দিরে। সকাল থেকে যেসব ভক্তরা এসেছেন, তাদের বক্তব্য কালী পুজো মানেই দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণীর পুজো। সেই কারনেই মায়ের টানে মন্দিরে পুজো দিতে আসা।
শুধু এই বাংলাই নয়, কালী পুজো উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে এদিন পুজো দিতে আসেন গোটা দেশের বিভিন্ন প্রান্তের কালী ভক্তরা। এমনকি বিদেশ থেকে ও এই মন্দিরে পুজো দিতে আসেন অসংখ্য মানুষ। মায়ের কাছে ভক্তদের একটাই প্রার্থনা সকলে ভালো থাকুক, শান্তিতে থাকুক।
Be the first to comment