দক্ষিণেশ্বর মন্দিরের নামে একটি টুইটার পেজ থেকে পোস্ট ঘিরে বিতর্ক। বিষয়টি নজরে আসার পরই দ্রুত ব্যবস্থা নেয় মন্দির কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বিতর্কিত ওই পোস্টের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। তারা আরও স্পষ্ট করে, এই নামে দক্ষিণেশ্বর মন্দিরের কোনও টুইটার পেজ-ই আদতে নেই।
নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কলকাতা পুলিসে চিঠি দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই নামে কোনও টুইটার পেজ তাদের নেই। ভুয়ো নামে টুইটার পেজ খুলে এই সব মন্তব্য করা হয়েছে। পুলিসে লিখিত অভিযোগ জানানোর পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়টি খোঁজা শুরু করেছেন কলকাতা পুলিস। পুরো বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখাতেও।
দক্ষিণেশ্বর মন্দির সূত্রে খবর, তারা লিখিত ভাবে তাদের অবস্থান জানিয়েছে। যাতে কোনও ভাবেই ওই ভুয়ো পোস্টটিকে কেন্দ্র কোনও বিতর্ক তৈরি না হয়, সে বিষয়টিও অনুরোধ করা হয়েছে।
Be the first to comment