জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন দলাই লামা। ৭১ তম জন্মদিনে মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে তিনি জানান, বর্তমান বিশ্বে ‘অহিংসা’ ও ‘করুণা’ শুধু প্রাসঙ্গিক বটেও, প্রয়োজনীয়ও বটে।’
মোদীকে পাঠনো চিঠিতে দলাই লামা বলেছেন, ‘আপনার জন্মদিনে আমার আন্তরিক শুভ কামনা জানাচ্ছি। আপনি যেন দীর্ঘ এবং স্বাস্থ্যবান জীবন কাটাতে থাকেন। আমি নিশ্চিত যে সহানুভূতিশীল প্রেরণা তথা করুণার ভিত্তিতে কারও কোনও ক্ষতি না করার প্রাচীন ভারতীয় যে ঐতিহ্য তথা অহিংসা আছে, তা শুধুমাত্র আজকের বিশ্বে প্রাসঙ্গিক নয়, প্রয়োজনীয়ও বটে।’
আজ মোদীর ৭১ তম জন্মদিন। সেজন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে শুভেচ্ছা। চতুর্দশ দলাই লামা জানান, তিনি দেখেছেন যে করোনাভাইরাস মহামারীর মধ্যেও মোদীর প্রশাসন ‘ক্রমবর্ধমান আস্থা’ নিয়ে আসতে পেরেছে। তাঁর কথায়, ‘করোনাভাইরাস মহামারীর প্রতিকূলতা সত্ত্বেও আপনি যে ক্রমবর্ধমান আত্মবিশ্বাস আনতে সক্ষম হয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যে মহামারীতে বিশ্বব্যাপী মানুষ প্রভাবিত হয়েছেন।’ তিব্বতি আধ্যাত্মিক নেতার বিশ্বাস, মানব সভ্যতার স্বার্থে আধুনিক শিক্ষার সঙ্গে সেই নীতিকে ব্যবহার করা যাবে।
Be the first to comment