বুধবার ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে প্রোটিয়ারা ৷ তার আগেই অবশ্য খারাপ খবর দক্ষিণ আফ্রিকা শিবিরে ৷ চোটের জন্য বিশ্বকাপ থকেই ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পেসার ডেল স্টেইন ৷ আইপিএলের সময় চোট পেয়ে দেশে ফিরে যাওয়া স্টেইন বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা ছিল প্রোটিয়া নির্বাচকদের ৷ তাই দলের সেরা পেসারকে সঙ্গে নিয়েই ইংল্যান্ড উড়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ বাস্তবে স্টেইন ম্যাচ ফিট হয়ে ওঠেননি প্রথম দু’ম্যাচে ৷ তবে আশা ছিল পর্যাপ্ত বিশ্রামে ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ থেকে তিনি মাঠে নামতে পারবেন ৷ জ্যাক কালিসের মতো প্রোটিয়া প্রাক্তনরা দাবি করছিলেন যে, আধা-ফিট হলেও ভারতের বিরুদ্ধে স্টেইনকে খেলানো উচিত দক্ষিণ আফ্রিকার ৷
তবে স্টেইনের ছিটকে যাওয়া ছাড়াও লুঙ্গি এনগিদির চোট নিয়েও দুশ্চিন্তায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ হ্যামস্ট্রিংয়ের চোটে ৮ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে ৷ সুতরাং আইসিসি’র অনুমোদন মিললে ভারতের বিরুদ্ধে হেনড্রিক্সের মাঠে নেমে পড়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
Be the first to comment