পছন্দ মতো শস্যের চাষ না করায় দলিত কৃষককে মারধর ও মূত্রপান করতেও বাধ্য করা হলো

Spread the love

দলিত সম্প্রদায়ভুক্ত হওয়ায় শাস্তি পেতে হল উত্তরপ্রদেশের এক কৃষককে ৷ পছন্দ মতো শস্যের চাষ না করায় ওই দলিত কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো ৷ শুধু তাই নয়, তাঁকে মূত্রপান করতেও বাধ্য করা হয় ৷ এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাদাউন এলাকার ৪ কৃষকের বিরুদ্ধে ৷

ঘটনাটি ঘটেছে গত রবিবার ৷ জানা গিয়েছে দলিত কৃষকের নাম সীতারাম বাল্মিকী, তিনি বাদাউনের বাসিন্দা ৷ ছোট একটি ফার্ম রয়েছে তাঁর ৷ ওই দিন মাঠে গম বুনতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন আরও চারজন কৃষক ৷ ওই এলাকায় উচ্চ সম্প্রদায়ভুক্ত বলে পরিচিত তাঁরা ৷ ওই চার কৃষক সীতারামকে তাঁদের দেওয়া গম প্রথমে বুনতে আদেশ করেন ৷ কিন্তু সেকথা অস্বীকার করলে মারধর করা হয় সীতারামকে ৷ জুতো পেটাও করা হয় তাঁকে ৷ গোঁফও ছেঁটে দেওয়া হয় তাঁর ৷ মূত্রত্যাগ করে তা খেতে বাধ্য করা হয় ৷ এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন সীতারামের স্ত্রী ৷

অভিযুক্ত চার কৃষক বিজয় সিং, বিক্রম সিং, সোমপাল সিং এবং পিঙ্কুকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*