রক্ত দিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন দলিতরা

Spread the love

(ছবি সৌজন্যে- এএনআই)

রক্ত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন ভারতীয় দলিত প্যান্থার্স পার্টির সদস্যরা। তপশিলি জাতি-উপজাতি আইন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার বিরোধিতা করে ওই চিঠি লেখা হয়। এছাড়াও ভারত বনধ চলাকালীন বিক্ষোভের জেরে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করেন দলের সদস্যরা।

প্রসঙ্গত, ২০ মার্চ তপশিলি জাতি-উপজাতি আইনে আগাম জামিনের  শর্ত আরোপ করে সুপ্রিম কোর্ট। এছাড়া এই আইনের অধীনে কোনও অভিযোগের ভিত্তিতে সরাসরি কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়। শীর্ষ আদালতের এই নির্দেশিকার বিরোধিতা করে দলিত সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, আদালতের নির্দেশিকায় ওই আইন শিথিল করা হয়েছে। তাই আইনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। এই দাবিতে সোমবার ভারত বনধের ডাক দিয়ে পথে নামে তারা। পঞ্জাব, ওড়িশা, উত্তরপ্রদেশ ও রাজস্থান সহ দশ রাজ্যে বনধের প্রভাব পড়ে। বনধ ঘিরে সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ১১ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*