বেশ কয়েক বছর পরে ফের কলকাতা পুলিশের দায়িত্ব পেলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে তদন্তের মূল ভার ছিল এই আইপিএস অফিসারের ওপরে। এই মামলার প্রাথমিক সাফল্যের প্রধান কারিগর ছিলেন তিনিই। এরপরই তাঁকে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করা হয়। তবে সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে দময়ন্তী সেনকে রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) থেকে কলকাতা পুলিশে বদলির বিষয়টি জানানো হয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩)-এর দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (৩) পদে আছেন সুপ্রতিম সরকার। তিনি অতিরিক্ত সিপি (৪) হচ্ছেন।
এদিকে, পূর্ব সিদ্ধান্ত অনুসারে গঠিত হল স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ বা এসটিএফ। রাজ্য এসটিএফের প্রথম এসপি হচ্ছেন সুনীল কুমার যাদব। বর্তমানে হাওড়া পুলিশে কমিশনারেটে ডিসি (সদর দফতর) পদে আছেন তিনি। অন্যদিকে, প্রথম আইজি (এসটিএফ) হচ্ছেন অজয় কুমার নন্দ। বর্তমানে আইজি (দার্জিলিং) পদে আছেন এই আইপিএস অফিসার। এসটিএফ-এর ডিআইজি পদে ডিআইজি, সিআইডি (অপারেশন) নিশাত পারভেজকে বদলি করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে এসটিএফকে কলকাতা পুলিশ থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এটি পৃথক ডিরেক্টরেট হিসেবে কাজ করবে। নতুন এই স্পেশাল টাস্ক ফোর্সের নাম হয়েছে এসটিএফ পশ্চিমবঙ্গ। রিপন স্ট্রিটে এটির নতুন অফিস হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ এসটিএফ রাজ্যজুড়ে কাজ করবে।
Be the first to comment