দিন দুপুরে গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতি। হার মানালো সিনেমার গল্পকেও। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডানকুনি হাউজিং লাগোয়া সেন্ট্রাল ব্যাঙ্কের শাখায়। ওই দিন দুপুরে পাঁচ জনের ডাকাত দলটি ব্যাঙ্কের ভিতরে ঢোকে। গ্রাহক সেজে ঢোকায় কেউই তেমন একটা গা করেননি। তবে হেলমেট মাথায় একজনকে ঢুকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত সিভিক পুলিশের। বাধা দিতেই আত্মপ্রকাশ করে আরও ৪ জন। ডাকাতের উপস্থিতি জানাজানি হতে সময় লাগেনি। ভয়ে তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে যেতে চাইছিলেন গ্রাহকরা। ডাকাতরা তা টের পেতেই গ্রাহকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। তারপর সকলকে একটা ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেয় দরজা।
এরপর ব্যাঙ্কের কর্মীচারীদের ভল্ট খুলতে বাধ্য করে। ভল্ট থেকে নগদ টাকা লুটের পর সদলবলে পালিয় যায় ডাকাত দল। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার। পুলিশ ব্যাঙ্কের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিকল্পনা করেই ডাকাতি করা হয়েছে। আগে এসে কয়েক বার জায়গা রেকি করে গেছে দলটি। তা নাহলে এত নিঁখুত পরিকল্পনা অসম্ভব। আবার যাওয়ার আগে সমস্ত সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে অনুমান কমপক্ষে ১২ লাখ টাকার বেশি খোয়া গেছে।
Be the first to comment