গৌর গোপাল সরকার –
মাসে আসে ৬০ হাজার, আর ৩০ হাজার
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস, কৃমি, খুটি
যদি তাঁদের জীবনে প্রেম, তৃষ্ণা, ভালোবাসা,আগুনের সেঁক
জলের শীতলতা আসেনি,
সাগরের ঢেউয়ে খোয়া গিয়েছিল
এদের ভিতর সবুজ নেই
আছে শুধু ধূ ধূ মরুভূমি,
এদের কিছু দেওয়ার নেই, জ্ঞান নেই
নতুন চিন্তা নেই,
এদের কদর নেই,
কবি নয়,তবু
এরা বসে আছে কাব্যে রাজার চেয়ারে
এদের ভেতর কাব্যের সবুজের বড় অভাব
এরা মানুষের মতো ছায়াপিন্ড
এদের দাঁত নেই, নখ নেই,
চোখে আছে চিপুটি,
চিপুটি ঢাকার জন্য কালো চশমা
এরা ধনি।
এরা মৃত কবিদের কাব্যে গুঁ ঘাটে
হামাগুড়ি দেওয়া শিশুর মতো
দাঁত নেই।
ভাজা ছোলা খায়।
খুঁটে পোড়ে, গোবর হাসে
Be the first to comment