দান্তেওয়াড়াতে মাওবাদী হামলা, নিহত ১ জওয়ান

Spread the love

দান্তেওয়াড়াতে ফের মাওবাদী হামলা ৷ মাওবাদী হামলায় নিহত এক জওয়ান ৷ বিস্ফোরণে নিহত স্থানীয় ৩ বাসিন্দাও ৷ সিআইএসএফের একটি গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা ৷ আইইডি বিস্ফোরণ বলে সন্দেহ পুলিশের ৷

উল্লেখ্য নির্বাচনের আগে ছত্তিশগড়ের পরপর চারদিনের মিটিং মিছিলের কর্মসূচি ছিল বিজেপির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নির্বাচনী প্রচারের কর্মসূচি স্থির করেছিল বিজেপি ৷ কিন্তু তার ঠিক একদিন আগেই ভয়াবহ মাওবাদী হামলার কবলে দান্তেওয়াড়া এলাকা ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দান্তেওয়াড়াতে একটি সিআইএসএফের গাড়িতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ ভোটের মুখে এলাকায় টহল দিচ্ছিল সিআইএসএফ ৷ সেই সময়ই আচমকা হামলা চালায় মাওবাদীরা ৷ মাও হামলায় চারজন নিহত হয়েছেন ৷ এর মধ্যে রয়েছেন এক জওয়ান  ৷ পাশাপাশি মাওবাদী হামলায় আহত হয়েছেন আরও ২ জওয়ান ৷ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের ৷

আগামী ৯ নভেম্বর বস্তরে জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদির ৷ শুধু প্রধানমন্ত্রীই নন ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধিরও আগামিকাল সভা করার কথা ছিল বলে দলীয় সূত্রে খবর ৷

সামনেই ভোট ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যে ৷ রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয় ৷ আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে ৷ বাকি ৭২টি আসনে নির্বাচন হবে ২০ নভেম্বর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*