দীর্ঘ দিন পাহাড়ে রাজনৈতিক বন্ধ চলার ফলে পাহাড়ে পর্যটক শূণ্য হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটনস্থলে মানুষ বেড়াতে গেলেও মানুষ পাহাড়মুখী হচ্ছিলেন না। ইতিমধ্যেই পাহাড়ে পর্যটন উৎসব হয়েছে এবং এই উৎসবে বেশ সাড়া পাওয়া গেছে তাই পাহাড়ে আরও পর্যটক টানতে এবার দেশ জুড়ে প্রচার শুরু করল রাজ্য সরকার। বাংলা, হিন্দি, ইংরাজী সহ বিভিন্ন ভাষায় প্রচার করা হবে। রাজ্য অনুযায়ী ভাষার পরিবর্তন করা হবে। শিরোনাম ডেস্টিনেসন বেঙ্গল, ডেস্টিনেসন হিল। জানুয়ারি থেকে টানা এপ্রিল মাস পর্যন্ত প্রচার করা হবে। রাজ্যের পর্যটন দফতর এই প্রচার চালাবে বিভিন্ন রাজ্যে। ১০৪ দিনের টানা বন্ধে পাহাড়ে পর্যটনের প্রচুর ক্ষতি হয়েছে। তা ঠিক করতেই এই প্রচার অভিযানের সিদ্ধান্ত রাজ্য সরকারের। উল্লেখ্য এই মুহূর্তে দেশী পর্যটকের সংখা প্রায় ৭ কোটি। বিদেশী পর্যটকের সংখ্যা প্রায় ১৪.৯ লক্ষ। এই মুহূর্তে দেশী পর্যটনে পশ্চিমবঙ্গ অষ্টম এবং বিদেশী পর্যটনে পঞ্চম। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসীন হবার পর্যটনের উপর বিশেষ জোর দিয়েছিলেন এবং বাজেটেও বরাদ্দকৃত অর্থও অনেক বাড়িয়েছিলেন। লামহাটা ও গজলডবাকে পর্যটন কেন্দ্র পরিকল্পনা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment