শুরু হয়ে গেছে বর্ষবরণের কাউন্ট ডাউন। বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সেজে উঠেছে কলকাতা। সেজে উঠেছে পার্কস্ট্রিট। এদিকে, পিছিয়ে নেই দার্জিলিং। হিম ঠান্ডায় বর্ষবরণের মেজাজে এখন দার্জিলিং। ম্যালে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। আজ সেখানে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাল সহ দার্জিলিংয়ের চৌরাস্তায় রাখা হয়েছে পুলিশের হেল্প ডেস্ক। রয়েছে কন্ট্রোল রুমও।
পর্যটকদের জন্য আজ দার্জিলিং জেলা পুলিশের তরফে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান হবে। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার হরিকৃষ্ণ পাই বলেন, দার্জিলিং পুলিশের তরফে চৌরাস্তায় আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলকে সেখানে আসার আমন্ত্রণ রইলো। দার্জিলিংয়ের বিভিন্ন ব্যান্ড অনুষ্ঠান করবে সেখানে। যদি বর্ষবরণের রাতে কেউ কোনও সমস্যার মুখে পড়েন, তাহলে ১০০ ডায়াল করে আমাদের কাছে অভিযোগ জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।
প্রতিবছর বড়দিন ও নববর্ষের মুরশুমে দার্জিলিং পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে। কিন্তু এ বছর পর্যটন ব্যবসায়ী ও হোটেল মালিকরা জানিয়েছেন, CAA-এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের জেরে ট্রেন বাতিল ও আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় এবার পাহাড়ে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম।
Be the first to comment