কেন্দ্রীয় সরকারকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগেই ED ও অন্যান্য সংস্থা মুম্বইয়ে তার সম্পত্তি অ্যাটাচ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইব্রাহিমের মা কসকর ও বোন হাসিনা পারকর। সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে আগরওয়ালের বেঞ্চ শুক্রবার তাদের সেই আবেদন খারিজ করে দেয় বলে খবর।
জানা গিয়েছে, আগেই আদালতকে তার সম্পত্তি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছিল, নাগপাদায় দাউদ ইব্রাহিমের সম্পত্তি রয়েছে এবং সেগুলি অসৎ উপায়ে পাওয়া। এদিকে, দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছে বলে মনে করা হলেও এখনও তার অবস্থান নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
Be the first to comment