গতকাল দিল্লির ফিরোজ শাহ কোটলায় আইপিএলের ৩২তম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিল্লি ডেয়ারডেভিলস রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিয়েছে। দিল্লিতে গতকাল বারবার বৃষ্টির কারণেই এই ম্যাচের বিঘ্ন ঘটে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। খেলা ২০ ওভারের পরিবর্তে ১৮ ওভারের হয়। দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করার পর আবার বৃষ্টি পড়তে আরম্ভ করে। খেলা বন্ধ হয়ে যায়। দিল্লির ১৯৬ রানে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ দুর্দান্ত ২৫ বলে ৪৭ রানের (৪টে চার ও ৪টে ছয়) ইনিংস, ঋষভ পন্থ ২৯ বলে ৬৯ রানের (৭ টা চার ও ৫টি ছয়) বিধ্বংসী ইনিংসী ইনিংস, এবং অধিনায়ক শ্রেয়স আয়ারের ৩৫ বলে ৫০ রান (৩টি চার ও ৩টি ছয়) গুরুত্বপূর্ণ ইনিংস উল্লেখযোগ্য। খেলা যখন শুরু হয় রাজস্থানের টার্গেট হয় ১২ ওভারে ১৫১ রান। জোস বাটলারের ২৬ বলে ৬৭ রানের (৪টি চার ও ৭টি ছয়) ইনিংসে ভর করে প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষরক্ষা হল না। ১২ ওভার শেষে রাজস্থানের ইনিংস ১৪৬ রানে থেকে যায়। হার হয় ৪ রানের। এই হারের ফলে রাজস্থানের প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হল। অন্যদিকে, দিল্লি প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল। পয়েন্ট তালিকায় মুম্বইয়ের থেকে এক ধাপ ওপরে সপ্তম স্থানে রাজস্থান। অন্যদিকে, ৯ ম্যাচের তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানে পৌঁছল দিল্লি। ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ। গতকালই দিল্লী ডেয়ারডেভিলসের তরফ থেকে ঋষভ পন্থ অরেঞ্জ কাপ এবং ট্রেন্ট বোল্ট পার্পল ক্যাপ অর্জন করেছে।
Be the first to comment