রাজস্থানের বিরুদ্ধে হারের বদলা নিতে ঘরের মাঠে দিল্লি

Spread the love

আজ রাত ৮টায় দিল্লির ফরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা দিল্লি এ ম্যাচটা জিততেই চাইবে। তাছাড়া রাজস্থানের মাঠে দিল্লিকে ডার্ক ওয়ার্থ লুইস সিস্টেমে সহজে হারায় আজিঙ্কা রাহানের রাজস্থান। সেই হারের বদলাও নিতে চাইবে দিল্লি। রাজস্থান পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে। এই ম্যাচ জিতে তারাও চাইবে প্লে অফে যাতে সহজ ভাবে যাওয়া যায়। এমনিতে রাজস্থান রয়্যালস আগের ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরেছে। সর্বোচ্চ মূল্যে কেনা বেন স্টোকস সেভাবে তাঁর পারফরম্যান্স এখনো পর্যন্ত আইপিএলে করতে পারেননি। অন্যদিকে দিল্লির অধিনায়ক পরিবর্তন হওয়ার পরে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর নিজেকে প্রথম একাদশ থেকে সরিয়ে নিয়েছেন। নতুন অধিনায়ক হয়ে শ্রেয়স আইয়ার তাঁর প্রথম ম্যাচেই ৪০ বলে অপরাজিত ৯৩ রান করে কলকাতার বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছেন। আগের ম্যাচেও চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি দুর্দান্ত লড়াই করে মাত্র ১৩ রানে হেরেছে। চেন্নাই প্রথম ব্যাট করে ২১২ রান করে। শ্রেয়স সেই ম্যাচে রান করতে পারেননি। রান আউট হয়ে যান। কিন্তু ঋষভ পন্থ ৪৫ বলে ৭৯ রান এবং বিজয় শঙ্কর ৩১ বলে ৫১ রান করে দিল্লিকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে এসেছিলো। তাছাড়া ট্রেন্ট বোল্ট ভালো বল করছেন। দিল্লি চাইবে এই পারফরম্যান্স বজায় রেখে রাজস্থানের বিরুদ্ধে জয় নিয়ে পয়েন্ট তালিকায় উপরে ওঠার। দেখা যাক, আজ রাত ১১.৩০টার পর বোঝা যাবে কোন দল জিতবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*