আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ তারকা আজ বুধবার আকস্মিভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত দেন। তিনি এক বিবৃতিতে বলেন,‘তাৎক্ষণিকভাবে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ ডি ভিলিয়ার্স বলেন, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-২০ ম্যাচ খেলার পর অবসর নেওয়ার এটাই সঠিক সময়। অনেক হয়েছে এবং সত্যি বলতে আমি ক্লান্ত।’
৩৪ বছর বয়সী এ খেলোয়াড় বলেন, অনেক ভেবে-চিন্তে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যারিয়ারের সুসময়েই ক্রিকেট খেলা অবস্থাতেই অবসর নিতে চান। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন ডি ভিলিয়ার্স। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডি ভিলিয়ার্সের সংগ্রহ ৮,৭৬৫। ২২ সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর গড় রান ৫০.৬৬। সীমিত ওভারের ক্রিকেটেও বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানেরও মালিক। ৫৩.৫০ গড়ে তার মোট রান ৯,৫৭৭।
ফাইল ছবি
Be the first to comment