দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে জেল কর্মীদের সঙ্গে বন্দীদের খণ্ডযুদ্ধ। আগুন ধরিয়ে দেওয়া জেলের ভিতর। চলে গুলি ও বোমাবাজি। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম কমলেশ ও কানা পাপ্পু। জখম বেশ কয়েকজন ৷ বর্তমানে তারা RG কর হাসপাতালে চিকিৎসাধীন । পরিস্থিতির মোকাবিলায় RAF মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থানে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
কোরোনার জেরে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ কোর্ট। বন্দীদের দাবি, সেকারণেই জামিন পাচ্ছে না তারা। এমনকী বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। আর এর জেরেই জেল কর্মীদের সঙ্গে বন্দীদের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। চলে ইট বৃষ্টি। জেলের ভিতর কম্বলের কারখানায় ধরিয়ে দেওয়া হয় আগুন। বোমাবাজি করা হয়। চারটি সিলিন্ডারও বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমদম থানার পুলিশ । মোতায়েন করা হয়েছে RAF । তাদের লক্ষ্য করেও ইট ছোড়ে বন্দীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।
Be the first to comment