করোনায় আক্রান্ত হয়ে মৃত হুগলীর ডেপুটি ম্যাজিস্ট্রেট, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। বয়স হয়েছিল ৩৮ বছর। জানা গেছে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

গতকাল শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সকাল পৌনে ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। চন্দননগর মহকুমা শাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন দেবদত্তা রায়। তাঁর মৃত্যুর খবরে শোকের আবহ চন্দননগর মহকুমা শাসকের দফতরে।

দেবদত্তা রায় নামে ওই আধিকারিক ২০১০ সালের ডব্লিউবিসিএস আধিকারিক। হুগলি জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেকের বেশি তিনি অসুস্থ ছিলেন। এর পর কলকাতায় তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ হয়। দমদমের লিচুবাগানের বাসিন্দা তিনি।

এদিকে দেবদত্তা রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার মানুষের জন্য তাঁর উদ্যম এবং আত্মত্যাগকে কুর্ণিশ জানাই। আমি তাঁর স্বামীর সঙ্গে কথা বলেছি ও সমবেদনা জানিয়েছি। ওঁর আত্মার শান্তি কামনা করি।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/3388072351260082

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*