রাজ্যে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। কোরোনা আক্রান্ত হয়ে শিলিগুড়িতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল পাঁচজনের। দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। এর মধ্যে ২৬ জনই পৌরনিগম এলাকার বাসিন্দা। সংক্রমণ রুখতে আজ লকডাউন চলছে রাজ্যে। যার জেরে বন্ধ রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। বাতিল সমস্ত উড়ানও।
শিলিগুড়িতে কাওয়াখালি কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ভক্তিনগর সূর্যসেন কলোনি এক বাসিন্দার। এছাড়া নকশালবাড়ির একটি চা বাগানের এক বাসিন্দার মৃত্যু হয় এই কাওখালি হাসপাতালে। এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার। শিলিগুড়ির এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আরও দুই ব্যক্তির। এদের বাড়ি শিলিগুড়ি শক্তিগড় এবং পৌরনিগমের ফুলেশ্বরী মোড় এলাকায়। শক্তিগড়ের বাসিন্দা যে ব্যক্তি মারা গেছেন তিনি স্থানীয় সিপিআই(এম) নেতা বলে জানা গেছে। সব মিলিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ জন।
এই বিষয়ে, পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, শহরে সংক্রমণ বেড়েছে। তবে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ বলেন, মৃত্যুর তালিকা উদ্বেগজনক। মানুষকে আরও সচেতন হতে হবে। শিলিগুড়িতে লকডাউন চললেও রেগুলেটেড মার্কেট খুলে দেওয়া হয়েছে।
রেগুলেটেড মার্কেট ছাড়াও খোলা হয়েছে SJDA মার্কেট এবং নয়াবাজার। লকডাউন উপেক্ষা করেই ফের রাস্তায় নেমেছে কিছু অটো এবং টোটো। এই পরিস্থিতিতে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে পুলিশ।
Be the first to comment