পদ্মায় মাছ ধরাকে কেন্দ্র করে তুমুল অশান্তি, জলঙ্গিতে গুলিবিদ্ধ হয়ে মৃত BSF জওয়ান

Spread the love

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, পদ্মা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর গুলিতে প্রাণ যায় বিএসএফ জওয়ানের।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভারতীয় মৎস্যজীবী। কিছুক্ষণ পরে দুই মৎস্যজীবী কাগমারিচরের বিএসএফ পোস্টে এসে জানান, তাঁদের দু’জনকে ছেড়ে দিলেও একজনকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ। এবং ফ্ল্যাগ মিটিংয়ের জন্য বিএসএফ কমান্ডারকে ডেকে পাঠানো হয়েছে। এই খবর পাওয়ার পরেই বেলা সাড়ে দশটা নাগাদ কমান্ডারের নেতৃত্বে জলঙ্গির ১১৭ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা বোট নিয়ে রওনা হন। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও ওই মৎস্যজীবীকে ছাড়া দূরের কথা, বিএসএফের কর্মী আধিকারিকদেরও ঘিরে ফেলার চেষ্টা হয়। পরিস্থিতি আন্দাজ করে ফেরার পথ ধরতেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ বিএসএফের।

মৃত জওয়ান হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর নাম বিজয় ভানু সিং (৪৮) ৷ বাড়িতে উত্তরপ্রদেশের আগ্রায়। জখম জওয়ানের নাম রাজবীর সিং যাদব। অসমর্থিত সূত্রের খবর, মৃত্যু হয়েছে এক BGB জওয়ানেরও। খবর পেয়েই দু’দেশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছোন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*