বাংলার আরও এক শ্রমিকের মৃত্যুতে কাশ্মীর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬

Spread the love

মঙ্গলবার কাশ্মীরের কুলগামে ভয়াবহ জঙ্গিহামলায় প্রাণ গিয়েছে পশ্চিমবঙ্গের পাঁচ জওয়ানের। সেই ঘটনায় আরও একজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।

মোট ছ’জনই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ইউরোপীয় সংসদের প্রতিনিধি দলের লোকজনেরা যখন কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণে উপত্যকা ঘুরে দেখছেন ঠিক তখনই এই ভয়াবহ ঘটনা ঘটে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত।

কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে সবাই কাশ্মীরের কুলগামে কাজে যান। এদিন সন্ধ্যায় সশস্ত্র জঙ্গিরা কুলগামের কাতরাসু গ্রামে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে যে ভাড়া বাড়িতে ওই শ্রমিকরা ছিলেন, সেখানে তারা হানা দেয়। বাড়ি থেকে ওই শ্রমিকদের বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন ৫ শ্রমিক। জখম হয়েছেন আরও ১ জন। নিহত শ্রমিকরা সবাই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা হলেও এখনও পর্যন্ত আরও কিছু বিস্তারিত জানা যায়নি। তবে যিনি আহত হয়েছেন, তাঁর নাম জহুরুদ্দিন বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*