অনশন মঞ্চে অসুস্থ হয়ে বাড়িতে ফেরার পর মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের পার্শ্বশিক্ষিকা রেবতী রাউতের ৷ দক্ষিণ বড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ার কারণেই রেবতীর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি ৷ বিভিন্ন দাবিতে পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা সল্টলেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন রেবতী। আন্দোলনে সামিল পার্শ্ব শিক্ষকদের একাংশ অনশন করছেন। তাঁদের সঙ্গে অনশনে সামিল হয়েছিলেন রেবতী পরবর্তীকালে গুরুতর অসুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান ৷
রেবতী ১৮ নভেম্বর বাড়ি ফিরে আসেন ৷ বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর ছেলের সঙ্গে স্কুল পরিদর্শকের অফিসে যাচ্ছিলেন। তখনই তিনি বাইক থেকে পড়ে যান। তাঁকে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয় ৷ রেবতীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ অনশন মঞ্চ থেকে ফেরার পর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনেকে ফেসবুক পেজে দাবি করেন ৷ যদিও এ বিষয়ে রেবতীর স্বামী এইচ জি দয়ানিধি জানান, তাঁর স্ত্রীর স্ট্রোক হয়েছিল ৷
রেবতীর মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন CPI(M) নেতা অনাদি সাহু এবং বিধানসভার বিরোধী দল নেতা আব্দুল মান্নান। রাজ্যের শাসক দল স্বৈরাচারের পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন আব্দুল মান্নান ৷ কেউ কেউ বলছেন রেবতী মারা গেছে অনশন মঞ্চ থেকে । কেউ কেউ বলছেন বাড়ি ফিরেই মৃত্যু হয়েছে রেবতীর ৷ উল্লেখ্য, অনশন মঞ্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ৷
Be the first to comment