দুর্গন্ধে টেকা যাচ্ছে না মেডিকেল কলেজ চত্বরে, পচা গলা মৃতদেহের স্তূপ

Spread the love

রোজদিন ডেস্ক :- একের পর এক শব পচে-গলে যাচ্ছে। ধরছে পোকা। দ্রুত পচে যাচ্ছে সারি সারি মৃতদেহ। ছড়াচ্ছে দুর্গন্ধ। টানা এক বছরের বেশি সময় ধরে ৬টি ফ্রিজ বিকল থাকা সত্ত্বেও কারও কোনও হুঁশ নেই। ঘটনাটি মালদা মেডিকেল কলেজের।

রোগী তো দূর, কর্মীরাই টিকতে পারছেন না গন্ধে। নাকে গামছা-রুমাল বেঁধে কাজ করতে হচ্ছে। মেডিক্যাল কলেজ চত্বরে টেকাই দায় হয়ে পড়েছে। রাজ্যের আরও একটি মেডিক্যাল কলেজের শোচনীয় চেহারা সামনে এল এবার। মালদহ মেডিক্যাল কলেজের মর্গের ৫টি ফ্রিজ। ৫টিই খারাপ। তাই দেহ সংরক্ষণ করা যাচ্ছে না।
উর্ধ্বতন কর্তৃপক্ষের কানে খবরটা পৌঁছলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফ্রিজ ছাড়া মাছ মাংস যেভাবে পচে যায়, সেভাবেই পচে যাচ্ছে সব মৃতদেহ। কাজ করা যাচ্ছে না। পচে যাওয়া শব সরিয়ে ফেলা হচ্ছে।
শুধু মর্গ নয়, মালদহ মেডিক্যাল কলেজের ওয়ার্ডের অন্যান্য ফ্রিজও খারাপ। এমএসভিপি-র দাবি, রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও। দাবি এমএসভিপি-র। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। ইচ্ছাকৃত ফ্রিজ খারাপ করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতার দাবি, এভাবেই মৃতদেহ পাচার করা হচ্ছে। টেন্ডার সংক্রান্ত সমস্যায় কাজ আটকে আছে বলে দাবি এমএসভিপি-র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*