গল্ফগ্রিনের রাস্তা থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ রবিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ গল্ফগ্রিনের সেন্ট্রাল পার্কের পাশে ফেজ ২ এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ৷ জানা গিয়েছে, মৃতদেহটি একপাশে কাত হয়ে পড়েছিল। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। মাথায়, হাতে, পায়ে আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয়রা বলেন, শনিবার রাত ১২ টা নাগাদ বেশ কয়েকজন দৌড়াদৌড়ি করছিলো ৷ তখনই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কয়েকজনকে তুলে নিয়ে যায়। তারপর রবিবার সকালে একটি নির্মীয়মাণ বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর ৷ প্রাথমিক তদন্ত এবং নির্মীয়মাণ বহুতলের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ ওই যুবককে নির্মীয়মাণ বহুতলে উঠতে দেখা গেছে ৷ প্রাথমিক অনুমান, নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
Be the first to comment