বার কাউন্সিলের প্রথম মহিলা প্রেসিডেন্টকে আদালত চত্বরে গুলি করে খুন করলো এক আইনজীবী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে ৷ উত্তরপ্রদেশ বার কাউন্সিলের প্রেসিডেন্ট দরবেশ সিংকে আগ্রা আদালতে প্রকাশ্যে গুলি করে আইনজীবী মণীশ শর্মা ৷ তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করে মণীশ ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মণীশ।
জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুর আড়াইটে নাগাদ যান দরবেশ সিং। সেখানেই দরবেশ সিংকে লক্ষ্য করে তিনবার গুলি চালায় মণীশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ দু দিন আগেই বার কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন দরবেশ যাদব ৷ তিনিই উত্তরপ্রদেশের বার কাউন্সিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট ৷
আগ্রার এএসপি প্রবীণ ভার্মা জানিয়েছেন, মণীশ ভার্মা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দরবেশকে ৷ ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় মণীশকে ৷ মণীশের কাছ থেকে লাইসেন্সড পিস্তল উদ্ধার হয়েছে ৷ বার কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কোনও সিভিল কোর্টে এটাই দরবেশের প্রথম ভিজিট ছিল ৷
Be the first to comment