২০১৫ সালে শিখ ধর্মগ্রন্থ অবমাননা মামলার মূল অভিযুক্ত মাহিন্দরপল বিট্টু ওরফে বিট্টুর মৃত্যু হয়েছে নভা জেলখানায়। এরপরই কড়া সতর্কতা জারি হয়েছে সমগ্র পঞ্জাব জুড়ে। উল্লেখ্য, শনিবার বিকেল ৫.১৫ নাগাদ বিট্টুর উপর চড়াও হয় জেলেরই অন্য দুই কয়েদি। পরে বিট্টুকে নভা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। দেরা সচ্চা সৌদার সদস্য বিট্টুকে ২০১৫ সালে শিখ ধর্মগ্রন্থ অবমাননা মামলায় গ্রেফতার করে তদন্তকারী দল। রাজ্যের সকল ধর্মাবলম্বী মানুষকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।ঘটনায় জড়িতদের কড়া শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment