বৃহস্পতিবার সকালে কলকাতায় ভেঙে পড়লো একটি মন্দিরের একাংশ। ওই মন্দির চত্বরে রাতে ঘুমোতেন এক ব্যক্তি। তখন সবে দিনের আলো ফুটেছে। ভোর ৫টা ২০। হুড়মুড়িয়ে কিছু একটা ভেঙে পড়ার শব্দ। প্রায় সঙ্গে সঙ্গে আর্তনাদ। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখতে পান ভেঙে পড়েছে মদনমোহন মন্দিরের একাংশ। ওই মন্দির চত্বরে রোজ রাতে ঘুমোতেন ৫৬ বছরের দূর্গাচরণ বারিক। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই শুরু করে দেন উদ্ধারকাজ। খবর যায় বড়বাজার থানাতেও।
বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় দূর্গাচরণকে। তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Be the first to comment