অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১১ জন পর্যটক। দুর্ঘটনায় নিখোঁজ আরও ২৯ জন। জানা গেছে, নৌকাটিতে মোট ৬৩ জন পর্যটক ছিলেন। তার মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে এলাকায়। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ONGC-এর হেলিকপ্টার।
রবিবার বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বেরোয় । পাপিকোন্ডালু পর্বতমালার গা ঘেঁষা গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি । তখন কাচ্চুলুরু গ্রেমের কাছে এসে নৌকাটি উল্টে যায়।
উল্লেখ্য, গত কয়েকদিনে বৃষ্টির জেরে গোদাবরীর জলস্তর বেড়েছে । দুর্ঘটনার খবর জানার পরেই উদ্ধারকারী সংস্থাদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Be the first to comment