হাজার হাজার কিলোমিটার পথ হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা৷ গন্তব্য নিজের রাজ্য, নিজের বাড়ি৷ প্রথম দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পথে নেমেছেন। সমস্তরকম যান চলাচল ছিল বন্ধ, পায়ে হেঁটেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে কেউ বাড়ি পৌঁছেছেন, কারও মৃত্যু হয়েছে রাস্তাতেই।
উত্তরপ্রদেশে ফের বলি পরিযায়ী শ্রমিক। একইদিনে প্রয়াগরাজ ও মির্জাপুরে দুটি ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন শ্রমিকের দল। প্রয়াগরাজে পথ দুর্ঘটনায় আহত ৩০ শ্রমিক। রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে ফিরছিলেন শ্রমিকেরা। ফেরার পথে প্রয়াগরাজের নবাবগঞ্জে ট্রাক উলটে দুর্ঘটনা।
একইদিনে উত্তরপ্রদেশের মির্জাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ পরিযায়ী শ্রমিকের। জানা যায়, বিহারে ফিরছিলেন শ্রমিকেরা।
Be the first to comment