দেশজুড়ে আক্রান্ত ২ লক্ষের কাছাকাছি, শেষ ২৪ ঘন্টায় মৃত ২০৪ জন

Spread the love

দেশে চলছে আনলক১। কিন্তু করোনা সংক্রমণের বিরাম নেই। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন, ৮ হাজার ১৭১ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের। দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬ এ। এরমহ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৯৭ হাজার ৫৮১ টি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৯৫ হাজার। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এই সংখ্যা জানা গিয়েছে।

গোটা বিশ্বে নোভেল করোনাভাইরাসের সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। ভারতে এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় ভারত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালির পরেই বিশ্বের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে।

এর আগে যেসব ক্ষেত্রে বিধি নিষেধ ছিল, লকডাউন ১ এ কনটেনমেন্ট জোনের বাইরে সেগুলি সবই চালু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নিয়মের ভিত্তিতে সব কিছু চালু হবে বলে জানানো হয়েছে। ৮ তারিখ থেকে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*