লকডাউনে কাজ নেই, অভাবের জেরে শহরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মা ও দুই ছেলের

Spread the love

শহরে ফের আত্মহত্যার চেষ্টা। এ বার রিজেন্ট পার্কে আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের তিনজন। মা ও দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশদ্রোণীর সোনালী পার্কের একটি বাড়িতে ভাড়া বাড়িতে থাকতেন বিধবা মা ও তাঁর দুই ছেলে। তবে আর্থিক অনটনের জেরে কিছুদিন ধরে বাড়িভাড়া দিতে পারছিলেন না। খুব কষ্টে দিন গুজরান করছিলেন ৬৭ বছরের মা ও তাঁর দুই ছেলে। শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ এক ছেলে তাঁর তুতো ভাইকে ফোন করে জানান, তাঁরা জীবন শেষ করে দিতে চান। তিনজনেই বিষ খেয়েছেন। এরপরই সেই ভাই তড়িঘড়ি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মা ও দুই ছেলেকেই বাঘাযতীন হাসপাতালে ভর্তি করেছে।

জানা গিয়েছে, কিছুদিন ধরেই প্রবল অর্থকষ্টে দিন কাটছিল এই পরিবারের। ৪৩ বছরের বড় ছেলেটি কলকাতা হাইকোর্টের এক শীর্ষ আইনজীবীর তত্ত্বাবধানে কাজ করতেন। তবে লকডাউনের কারণে গত কয়েক মাসে কোনও আয় রোজগার ছিল না। ৩৯ বছরের ছোট ছেলেও কোনও কাজ করতেন না। পুলিশ খবর পেয়েই তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। বাঘাযতীন হাসপাতালে তাঁদের চিকিত্‍‌সা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*