দক্ষিণ ভারতে শৈত্য প্রবাহে মৃত্যুর ঘটনা উত্তর ভারতের তুলনায় কমই হয়। কিন্তু এ বার শীত পড়তে না পড়তেই ঠান্ডায় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘূর্ণিঝড়ের কারণেই সম্ভবত এ বার ঠান্ডা বেশি পড়েছে ওই দুই রাজ্যে।
সরকারি সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পাঁচ জন ও তেলেঙ্গানায় এক জন মারা গেছেন ঠান্ডায়। পশ্চিম গোদাবরী জেলায় এক বৃদ্ধা ঠান্ডায় জমে মারা গেছেন। চিরালার ঐক্যনগরে মারা গেছেন দুজন। প্রকাশম জেলায় একটি বাস স্ট্যান্ডে এক জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বিশাখাপত্তনম জেলাতেও ঠান্ডায় এক জনের মৃত্যু হয়েছে। একই ঘটনা ঘটেছে তেলঙ্গানায়। সেখানে খাম্মাম জেলায় ৫৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Be the first to comment