গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। পাশাপাশি একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন।
দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন। যা চিন্তার ভাঁঝ ফেলেছে চিকিৎসকদের কপালে। মৃ্ত্যু মিছিলেও কোনওভাবেই লাগাম টানা যাচ্ছে না। চিকিৎসকদের মতে আগামী জুন মাস পর্যন্ত করোনার বড় রকমের ঝাপ্টা চলবে দেশে। এর থেকে মুক্তির একমাত্র রাস্তা যেকোনও উপায়ে করোনার শৃঙ্খল ভাঙা। নাহলে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়বে।
Be the first to comment