করোনা পরিস্থিতিতে শেষপর্যন্ত বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক। আর এই ঘটনার জেরেই মানসিক অবসাদে আত্মহত্যা করল এক পরীক্ষার্থী। ঘর থেকে উদ্ধার হলো নিথর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়।
জানা গিয়েছে, মৃতের নাম বর্ণালী বর্মন। বাড়ি, দিনহাটার আটিয়াবাড়ি আম্বালি বাজারে। গোপালনগর হাইস্কুলের মেধাবী ছাত্রী ছিল সে। এবছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি চলছিল জোরকদমে। পরিবারের লোকেদের জানিয়েছেন, দিনরাত পড়াশোনা নিয়ে ব্য়স্ত থাকত বর্ণালী। একটাই স্বপ্ন ছিল, মাধ্য়মিকে ভালো ফল করা। কিন্তু সেই সুযোগ মিলল কই! সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, করোনা কারণে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না।
পরিবারের লোকেদের দাবি, পরীক্ষার বাতিল হওয়ার পর মানসিক অবসাদ গ্রাস করে বর্ণালীকে। পরিবারের কারও সঙ্গে তেমন কথাও বলত না সে। সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি বছর ষোলোর ওই কিশোরীর। বাধ্য হয়ে যখন ঘরের দরজা ভাঙা হয়, তখন উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। এলাকায় শোকের ছায়া।
Be the first to comment