এত চাহিদা কীসের ভাই? অর্পিতা প্রসঙ্গে এবার মুখ খুললেন দেবাংশু

Spread the love

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে প্রায় ১৩টি জায়গা তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেই সূত্র ধরেই ইডির আধিকারিকরা পৌঁছন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি ২২ লক্ষ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকার দায় নেয়নি তৃণমূল। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু সোশাল মিডিয়ায় লেখেন, “সিপিএম পরিচালিত তৎকালীন বালি পৌরসভার সামান্য ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটের বাথরুমের কমোড ও পাইপ থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সামান্য ইঞ্জিনিয়ারের..!! এই অর্পিতা কিংবা ওই ইঞ্জিনিয়ারের মত লোকেরা কি টাকা ভাত দিয়ে খায়? এত চাহিদা কীসের ভাই? কীসের জন্য লাগে এত টাকা? সাধারণভাবে বাঁচতে কত দরকার? ভগবান জানে !”

প্রসঙ্গত, ২০১৫ সালে বালি পৌরসভার (বর্তমানে হাওড়া পৌরসভার অন্তর্ভুক্ত) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার করেছিল পুলিশ। ঘরের সোফা, বাথরুমের কমোড, মেঝের টাইলস এইসব জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*