তবে কি তৃণমূল ছাড়ছেন দেবাংশু ভট্টাচার্য ? শুক্রবার এমনই জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। শুক্রবার মুকুল রায়ের প্রত্যাবর্তনের মাঝে আচমকা দেবাংশুর দল ছাড়ার জল্পনা কেন সোশ্যাল মিডিয়া জুড়ে? জবাব লুকিয়ে দু’ বছরের পুরনো এক পোস্টে।
প্রায় চার বছরের মাথায় বিজেপি ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরলেন মুকুল রায়। সঙ্গে গেরুয়া শিবিরের হাত ছেড়ে বাবার পথেই জোড়াফুলে শুভ্রাংশু রায়ও। দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তৃণমূল কংগ্রেস সদস্য দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্য নিয়ে নতুন করে তৈরি হল বিতর্ক। উল্লেখ্য, গত ২৭ মে ২০১৯ সালে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, পাল্টি খাওয়া দলবদলুদের ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দলে ফেরানো হলে তিনি অন্য দলকে সমর্থন করবেন।
শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সপুত্র তৃণমূলে ফিরে আসার পর ফের ভাইরাল এই যুব নেতার সেই বক্তব্য। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বাণ, তবে কী এবার তৃণমূল ছাড়ছেন দেবাংশু ভট্টাচার্য? এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন তৃণমূলের তরুণ নেতা।
মুকুল রায়ের দলে যোগদানের পর তৃণমূল ত্যাগ প্রসঙ্গ নিয়ে দেবাংশুর দাবি, তাঁর ওই পোস্টটি কোনওভাবেই মুকুল রায় সম্পর্কে ছিল না কারণ, তিনি ২০১৭ সালেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। লোকসভা ভোটে বিজেপির সাফল্য কোনওভাবেই তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। তাই ২৭ মে-এর পোস্টে পাল্টি খাওয়া দলবদলুদের বলতে দেবাংশু যাদের বুঝিয়েছিলেন মুকুল রায় সেই দলে পড়েন না।
একইসঙ্গে তাঁর সাফাই, ‘তৃণমূলের এক সাধারণ সমর্থকের মান অভিমান ছিল সেদিনের পোস্ট। তখনও আমি তৃণমূল সদস্য ছিলাম না। ৪ জুন ২০১৯-এ আমি সরকারিভাবে তৃণমূল সদস্য হই। তাই তাঁর আগের করা মন্তব্যের দায় এখন আমার নয়।’
পাশাপাশি দলবদলুদের নিয়ে দেবাংশুর অবস্থান কী? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রথমেই তৃণমূলের এই তরুণ নেতা জবাবে বলেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন, যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না। নেত্রী দলের কর্মীদের আবেগ ভালোই বোঝেন’।
Be the first to comment