বাবুল সুপ্রিয়র পর এবার গোসাবায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিধ্বস্ত এলাকা পরিদর্শণে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। সূত্রের খবর, শুক্রবার ক্ষতিগ্রস্ত গোসাবা এলাকা পরিদর্শন করার সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো-ব্যাক স্লোগানও। এমনকী বিজেপি কর্মীদের মারধর করে বিজেপির মঞ্চও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পদ্ম শিবিরের। তবে তৃণমূল অথবা বিজেপি কোনও দলই এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি এখনও।
বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে এদিন লঞ্চে চড়ে গোসাবা যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। অভিযোগ, গোসাবার ঘাটে নামার পরই বিজেপি নেত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার তৃণমূল সমর্থকরা। কালো পতাকা প্রদর্শন করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। এমনকী, বিজেপি কর্মীদের মারধরও করা হয়। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সাধারণ মানুষও। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
উল্লেখ্য, সম্প্রতি ‘বুলবুল’ বিধ্বস্ত নামখানায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও। বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আসানসোলের বিজেপি সাংসদকে কালো পতাকা দেখানোরও অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় মন্ত্রীকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘এখানে কাজ করতে এসেছিলাম। বিক্ষোভ যে দেখাবে সেটা জানাই ছিল’’।
অন্যদিকে, বাবুল সুপ্রিয়র দক্ষিণ ২৪ পরগণা যাত্রা ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অনুরোধ করবো দু’টো লোককে নিয়ে ভাঙচুর করা সহজ। কিন্তু কোনও কিছু তৈরি করা কঠিন। আমরা চেষ্টা করছি বুলবুল ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে। বিতর্ক না করে সেখানে সহযোগিতা করুন।”
Be the first to comment