সাম্প্রতিককালে ঔরঙ্গাবাদে হানাহানির সময় অস্ত্র কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে। চাঞ্চল্যকর অভিযোগ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। বেআইনি জলের সংযোগ বিচ্ছিন্ন করা থেকে অশান্তির সূত্রপাত হলেও রাতারাতি তা গোষ্ঠী সংঘর্ষে পরিণত হয়। এই সংঘর্ষে প্রাণহানি হয় দু’জনের। তার মধ্যে ছিল এক কিশোর। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যজন ছিলেন এক ৬৫ বছরের বৃদ্ধ। জখম হন ৪০ জনেরও বেশি মানুষ। বহু দোকান ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজনৈতিক ফয়দা লোটার অভিযোগ ওঠে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। ফলে জটিলতা আরও বেড়ে যায়। সেই অশান্তির সময় অস্ত্র কেনা হয়েছিল ফ্লিপকার্টের মতো ই-রিটেলার সংস্থার থেকে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিজেই এ খবর জানিয়েছেন। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গেছে। পুলিশি নজরদারি এড়াতে ই-কমার্স সাইট থেকে অস্ত্র কেনার অভিযোগ নতুন নয়। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে এই প্রবণতা আরও ভয়াবহ আকার নিতে পারে বলেও জানান তিনি।
Be the first to comment