পরপর বিধায়কদের পদত্যাগের হিড়িকে রীতিমতো কোণঠাসা। পদত্যাগ ঠেকাতে শনিবার বিধায়কদের জরুরি বৈঠক ডাকলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সংরক্ষণ নিয়ে রাজ্যে মারাঠাদের বিক্ষোভের পরই শুরু হয়েছে পদত্যাগের পালা। এ পর্যন্ত পাঁচজন বিধায়ক পদত্যাগ করেছেন বা করবেন বলে জানিয়েছেন। এরইমধ্যে বৃহস্পতিবার মারাঠা আন্দোলনে পুলিশের লাঠিতে আহত আরও এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
বিজেপির মন্ত্রী ও নেতাদের সঙ্গে ফড়নবীশের বৈঠকের পর বিধায়কদের বৈঠকের সিদ্দান্ত হয়েছে। সরকার মারাঠাদের সংরক্ষণের বিষয়ে আন্তরিক উদ্যোগ নিচ্ছে। যে বিধায়করা এখন পর্যন্ত পদত্যাগ করেছেন, তাঁরা হলেন, কংগ্রেসের ভারত ভালকে, এনসিপির দত্তাত্রেয় ভারনে, বিজেপির রাহুল আহের, শিবসেনার হর্ষবর্ধন যাদব এবং এনসিপির ভৌসাহেব পাতিল চিকাতগাঁওকর। মারাঠাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁরা হয় পদ ছেড়েছেন বা ছাড়ার কথা ঘোষণা করেছেন। ভালকে জানিয়েছেন, তিনি মারাঠা, ধাঙ্গড়, মুসলিম ও মহাদেবও কোলিদের প্রতি বঞ্চনার প্রতিবাদেই বিধায়ক পদ ছাড়াছেন। তাদের জন্য সরকার কিছুই করেনি।
Be the first to comment