টেলিভিশন জগতের জনপ্রিয় চরিত্র ছিল ‘গোপী বহু’। সৌজন্যে, এক জনপ্রিয় হিন্দি চ্যানেলের ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’। আর এই চরিত্রে অভিনয় করেই গ্ল্যামারওয়ার্ল্ডে জনপ্রিয় হয়েছিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। কিন্তু এ বার খুনের মামলায় নাম জড়ালো দেবলীনার। মুম্বইয়ের হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানির খুনের মামলায় ইতিমধ্যেই অভিনেত্রীকে আটক করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা।
তবে কেবল দেবলীনা নন, এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে মহারাষ্ট্রের এক মন্ত্রীর প্রাক্তন ঘনিষ্ঠকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, জেরা করা হয়েছে ওই মন্ত্রীকেও। গ্রেফতার হয়েছেন এক পুলিশকর্মীও। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন, মহারাষ্ট্রের মন্ত্রী প্রকাশ মেহেতার প্রাক্তন পার্সোনাল অ্যাসিসটেন্ট শচীন পাওয়ার। যদিও মন্ত্রী প্রকাশ মেহেতা জানিয়েছেন, ২০০৯ সালের পর থেকে শচীনের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই তাঁর। এর আগে ২০০৪-২০০৯, এই পাঁচবছর প্রকাশের পিএ ছিলেন শচীন। গ্রেফতার হওয়া আর এক অভিযুক্তের নাম দীনেশ পাওয়ার। যিনি আবার একজন সাসপেন্ডেড কনস্টেবল। কিছুদিন আগে একটি ধর্ষণের ঘটনাতেও গ্রেফতার হয়েছিলেন এই দীনেশ।
গত ২৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বছর ৫৭-র হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানি। প্রায় দশদিন নিখোঁজ থাকার পর, ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় মুম্বইয়ের ঘাটকোপারের এই ব্যবসায়ীর পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে ছিল না কোনও আঘাতের চিহ্ন। জামাকাপড় এবং জুতো দেখে রাজেশ্বরকে শনাক্ত করেন তাঁর ছেলে। রাজেশ্বরের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে নভি মুম্বই এলাকায় ছিলেন উদানি। জেরায় পুলিশকে উদানির গাড়ির ড্রাইভার জানিয়েছেন, সেদিন পন্থনগরের কাছে রাজেশ্বরকে নামিয়ে দিয়েছিলেন তিনি। তারপর অন্য আর একটি গাড়িতে ওঠেন রাজেশ্বর। এ দিকে রাজেশ্বরের কল রেকর্ড খতিয়ে পুলিশ জানতে পেরেছে, বিনোদন জগতের বহু তারকার সঙ্গেই ওঠাবসা ছিল তাঁর। এমনকী, তাঁদের সঙ্গে মুম্বইয়ের বিভিন্ন বারেও নিয়মিত যাতায়াত ছিল উদানির।
আপাতত, দেবলীনা, দীনেশ এবং শচীনকে জেরা করছে পুলিশ। তবে তাদের অনুমান, এই ঘটনায় জড়িত থাকতে পারেন বিনোদন জগতের আরও অনেকেই। এই খুনের ঘটনায় দেবলীনার ভূমিকা ঠিক কী তা অবশ্য এখনও জানায়নি পুলিশ। তবে সূত্রের খবর, বিনোদন জগতের আরও কয়েকজন অভিনেত্রীকেও এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে মুম্বই পুলিশ।
Be the first to comment