ভোট পরবর্তী হিংসা মামলায় এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর সাংগঠনিক যুব সভাপতি তথা রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। সিবিআই দফতরে ঢোকার সময়ে তিনি বলেন, “আমাকে একটা নোটিস করেছে। আমাকে ডাকা হয়েছে। তদন্তের কাজে সহযোগিতা করতে আমি এসেছি। এখন ভিতরে কি হবে ওঁরাই বলবেন।” তিনি আরও বলেন, “ওঁরা যা জিজ্ঞাসাবাদ করবেন, তার জন্য আমার কাছে যতটুকু তথ্য আছে, দেব। আমি তদন্তে সাহায্য করব। ২০২১ সালের একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা হয়েছে।”
প্রসঙ্গত, একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক জায়গায় ধর্ষণ, হিংসা, খুনের মতো অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। গত বছর ২ মে দমদম পার্ক হরিচাঁদ পল্লির বাসিন্দা প্রসেনজিৎ দাসের দেহ ঝুলন্ত অবস্থায় বাড়ির পাশ থেকে উদ্ধার হয়। প্রসেনজিৎ এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন। সেই ঘটনার পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়। অভিযোগ, প্রসেনজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ২০২২ সালে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে।
সেই ঘটনায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। মঙ্গলবার সকালে ১১ টায় তাঁর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এদিন নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান দেবরাজ।
Be the first to comment