রিও অলিম্পিক্সে সাড়া ফেলে দেওয়া ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার আশাবাদী, আসন্ন এশিয়ান গেমস থেকে পদক জয়ের ব্যাপারে। তার জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। গত বছরেই হাঁটুতে চোট পেয়েছিলেন দীপা। ছিঁড়ে যাওয়া লিগামেন্টে অস্ত্রোপচার করিয়ে এই মুহূর্তে ফের অনুশীলন শুরু করেছেন ত্রিপুরার এই মহিলা জিমন্যাস্ট।
চোটের জন্য কমনওয়েলথ গেমস-এ অংশ নিতে পারছেন না। তার জন্য প্রচারমাধ্যমের কাছে নিজের হতাশা ব্যক্ত করে দীপা জানান, কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারলাম না বলে খারাপ লাগছে। চার বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিলাম। চোট না পেলে এ বার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দলের সঙ্গে যেতাম। তা হলে পারফরম্যান্স আরও ভাল করার চেষ্টা করতাম। দীপা আরও জানান, ক্রীড়াবিদদের জীবনে চোট-আঘাত আসবেই। তা মেনে নিয়েই এগোতে হয়। অস্ত্রোপচারের পরে আমার রি-হ্যাব শেষ। এখন প্রস্তুতি নিচ্ছি আসন্ন এশিয়ান গেমসের জন্য। এশিয়ান গেমসে জিমন্যাস্টিকস-এর চার ইভেন্টেই অংশ নিতে চাই। তার জন্য জোরালো প্রস্তুতি চলছে।
ফাইল ছবি
Be the first to comment