চোট সারিয়ে ফিরে এসে বাজিমাত করলেন দীপা কর্মকার। তুরস্কের মেসিনে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যালেঞ্জ কাপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ২০১৬ রিও অলেম্পিকের পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দীপা। দীপার ফর্ম নিয়ে চিন্তিত ছিলেন অনেকে। সেসব আশঙ্কা উড়িয়ে শনিবার তুরস্কে বাজিমাত করেন দীপা। ত্রিপুরার মেয়ে দীপার রিও অলিম্পিক্সে ফাইনাল ইভেন্টে অল্পের জন্য রূপো হাতছাড়া হয়। ভারত থেকে এই প্রথম কোনও মহিলা জিমন্যাস্ট এমন সাফল্য পেলেন
Be the first to comment