ভোটের মধ্যপ্রদেশে মনোনয়ন জমায় চমক। ১০ হাজারের ১টাকার কয়েনে মনোনয়ন পত্র জমা দিলেন ভোট প্রার্থী। ইন্দোরে নিজের কেন্দ্রের মনোনয়ন অফিসে গিয়ে ঠিক এই কাণ্ডটাই করলেন প্রার্থী দীপক পাওয়ার।
প্রার্থী দীপক পাওয়ারের দাবি, তিনি স্বর্ণিম ভারত ইনকেলাব পার্টির হয়ে দাঁড়িয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিতে গেলে সিকিউরিটি ডোপিজিট দিতে হয় প্রার্থীদের। সেই মতোই. ১০ হাজারের এক টাকার কয়েন ভর্তি ব্যাগ জমা দেন দীপক। কারণ হিসেবে নিজের সমাজ সেবামূলক কাজকে দায়ী করেছেন তিনি।
দীপক পাওয়ারের এই আজব কাণ্ডেের জেরে ঘাম ছোটার জোগার রিটার্নিং অফিসারের দুই কর্মীর। কারণ, তাঁদেরই ১০ হাজারের ১টাকার কয়েন গোনার দায়িত্ব দেওয়া হয়েছে। গুনতে মোট ৯০ মিনিট সময় লাগে কর্মীদের।
পাওয়ার জানাচ্ছেন, তিনি স্বর্ণিম সংগঠনের হয়ে ওকালতি করেন। এই প্রথম ভোটে দাঁড়ালেন। ইন্দোরে তিন কেন্দ্রের একটি থেকে ভোটে দাঁড়াচ্ছেন পাওয়ার।
ভোটের দামামা বেজেছে অনেকদিন। মধ্যপ্রদেশ ভোট জ্বরে। এরইমধ্যে ভোটের গুরু গম্ভীর পর্বেই ১০ হাজারের ১ টাকার কয়েন জমা দিয়ে সবাইকে অবাক করেছেন দীপক পাওয়ার। মনোনয়ন পত্রে জমা টাকার বিল যোগ করেই মনোনয়ন পেশ করলেন তিনি।
Be the first to comment